যাত্রা শুরু সেই যে বেলায়,
শেষটি হইনি আজো-
পথের মাঝে আশকারা দেই,
নুরী পাথর ধুষর কালো।
নাই বা পেলাম মনি কাঞ্ছান,
নাই বা পেলাম রাত্ন,
দসশ্যু আমি নই জ মাগো,
সুখের মাঝি যাগো।
তোমার তোরী তে পার হবো আমি,
আতল জীবন সাগর-
খ্যেয়া পার করো গো আমারে;
পুষ্পো ব্রিস্টি না ছাই আমি,
না চাই আমি প্রতীপত্তি।
আমার কাছে আছ তুমি,
সুখ, ত্রিপ্তি ও আবেক।
---- সোমনাথ পাল।
শেষটি হইনি আজো-
পথের মাঝে আশকারা দেই,
নুরী পাথর ধুষর কালো।
নাই বা পেলাম মনি কাঞ্ছান,
নাই বা পেলাম রাত্ন,
দসশ্যু আমি নই জ মাগো,
সুখের মাঝি যাগো।
তোমার তোরী তে পার হবো আমি,
আতল জীবন সাগর-
খ্যেয়া পার করো গো আমারে;
পুষ্পো ব্রিস্টি না ছাই আমি,
না চাই আমি প্রতীপত্তি।
আমার কাছে আছ তুমি,
সুখ, ত্রিপ্তি ও আবেক।
---- সোমনাথ পাল।
আর কিছুই চাই না যে...! আর কিছুই লাগবে না।
No comments:
Post a Comment