Tuesday, October 18, 2016

আরেক বার

বই মেলায় চেনা মুখ গুলো,
ময়দান এর ধুলো;
পূর্ণিমার চাঁদ ,
ইডেন এর পিছনে;
পশ্চিমে সূর্য্য,
সব দেখতে ইচ্ছে করছে-

শীতকালের আমেজ আসছে  আমার চেনা শহরের আকাশ এ, অলিতে গলিতে। সেই লর্ড পাড়ায়  দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালা, জেক বার বার মনে করতো হতো যে আমি ঝাল খাইনা। সে ঝাল টা আজ খুব খেতে ইচ্ছে করছে। আনাচে কানাচে ক্যাপ বন্দুকের আওয়াজ অনেক দিন চলে গাছে; কিন্তু আজও যেন মাঝে মধ্যে কোথাও সেই শিবকাশী-র ক্যাপ তা পটাশ ফটাস করে ফাটতে থাকে।
কালী পুজো, ভাই ফোটা, জগদ্ধাত্রী পুজো।.. র তারপর মন্জিনিস এর কেক. ও, মনজিনিস তো দেখুন mio amore এ হয়ে গাছে। মনের জিনিস মন্জিনিস টা  অনেক ভালো ছিল। হুম.. সব ছিল।  কিছু জায়গায় আছেও হয়তো! কিন্তু আজ Smithville  এর আকাশ এ আমি একটু গন্ধ পেয়েছি কালী পুজোর। লাল জবা না দেখলেও, কেন জানিনা মনে হচ্ছে ভূত চতুর্দশী র ভাই Halloween তাই আমি দিওয়ালি বানিয়ে দেব!
শুভ বিজয়া।