Skip to main content

Posts

Showing posts from October, 2015

পান্দেল-এ পান্দেমনিউম

পুজো শুরু....

এদিক ওদিক ছুটছে মানুষ,
উড়ছে ধুলো,
দুলছে ফানুস -
পুজো এসেছে আবার করে,
উমা এসেছে মর্তলোকে।

ঘুরছে চাকা,
উড়ছে বেলুন ,
Guiness Book থেকে আসছে কজন ;
মানুষেরই সমাগমে,
দেখবে বিদেশ উত্সব কাকে বলে!

এইনা বলে মানুষ ছোটে,
দিশেহারা  রুদ্ধশ্বাসে!
চটি খুলে,
ঘেমে নিয়ে,
পুজোয় মানুষ আনন্দ করে..

রাতের শেষে, ভর হয়ে যায়,
খুদা তৃষ্ণা থাকে একই জায়গায়,
অন্ধকারের চত্ব শিশু,
আবার করে দিক্বাজি খায়।

তোমার পুজো, আমার পুজো,
বিশ্ব সেরা দুগ্গা পুজো,
সৃষ্ঠি সুখে মানুষ হারায়,
অন্য কারোর জীবনের দায় ,

আসছে বছর আবার হবে,
পদ দলিত মানুষ যাবে,


সুধু জেনে রেখো মা সর্বাসুখে,
ভিক্কুক কে দুটি অন্ন  দিলে,
মন থেকে পুজো পূর্ণ হবে!

---সোমনাথ পাল